মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার বেলতলাপাড়ায় পানিতে ডুবে মোমিন নামে ২ বছর বয়সী এক শিশুর করুণমৃত্যুব হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টার সময় বাড়ির পাশের মাজেদের পুকুরে এ ঘটনা ঘটে। নিহত মোমিন একই গ্রামের মশিউর রহমানের ছেলে।
স্থানীয়রা জানিয়েছে, মোমিনের বাবা-মা ভোট দেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলো। এ সময় শিশুটি একা একা বাড়ির পাশের পুকুরের ধারে গেলে পানিতে পড়ে যায়। স্থানীয়রা গোসল করতে গিয়ে দেখতে পেয়ে উদ্ধার করে। মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পূর্ববর্তী পোস্ট
বারাদী ইউপি চেয়ারম্যান প্রার্থীর বোন সংরক্ষিত মহিলা সদস্য আটক
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ