মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার মদনাডাঙ্গা গ্রামের মেরিনা আক্তার নামের এক প্রসূতি একসঙ্গে ৪টি সন্তান প্রসব করেছেন। জন্মের মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ৪ নবজাতকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার এ জন্ম ও মৃত্যুর ঘটনা ঘটে।
জানা গেছে, মেহেরপুর সদর উপজেলা শ্যামপুর ইউনিয়নের মদনাডাঙ্গা গ্রামের আব্দুস সাত্তারের স্ত্রী মেরিনা আক্তার সকালের দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একই সঙ্গে ৪টি সন্তানের জন্ম দেন। সন্তান জন্মগ্রহণ করার কিছুক্ষণ পরে ৩ জনের মৃত হয়। অন্য শিশুকে রাজশাহী থেকে মেহেরপুরের মুজিবনগর উপজেলা বল্লভপুরে নেয়ার পথে তার মৃত্যু হয়। এদিন বিকেলের দিকে মৃত ৪ শিশুকে মদনাডাঙ্গা গ্রামে নেয়া হয়। এ সময় বাচ্চাগুলো দেখার জন্য প্রচুর মানুষ সেখানে ভীড় জমায়।