মেহেরপুর অফিস : মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়াটার) এফএম ফয়সাল অন্যত্র বদলি হওয়া হয় তাকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল শনিবার মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার এস এম মুরাদ আলীর সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার এফ এম ফয়সাল, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, ডিবির ইন্সপেক্টর জুলফিকার আলী প্রমূখ। পরে জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।