আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার মুন্সিগঞ্জে মেয়েকে যৌন হয়রানির অভিযোগে সৎ পিতা শহিদুল ইসলামকে পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। এলাকাসূত্রে জানা যায়, গাইবান্ধার গোবিন্দকুন্ডু উপজেলার রামপুর গ্রামের সলেমান আলীর ছেলে শহিদুল ইসলাম ২য় স্ত্রীকে নিয়ে প্রায় ৬-৭ বছর মুন্সিগঞ্জের পানহাটের নিকটের বস্তিতে বসবাস করে আসছেন। শহিদুল ইসলাম অটোবাইক চালান আর তার স্ত্রী ভিক্ষুক। তাদের ১০ বছরের এক মেয়ে আছে। মেয়েটি আগের স্বামীর। মা ভিক্ষা করতে বের হলে শহিদুল ইসলাম সৎ মেয়েটিকে মোবাইল ফোনে অশ্লীল ছবি দেখিয়ে দীর্ঘদিন ধরে উত্যক্ত ও যৌন হয়রানি করে আসছিলো। গতকাল সন্ধ্যায় নির্যাতনের শিকার শিশুকন্যা এ কথা এলাকাবাসীকে জানিয়ে দেয়। পরে এলাকাবাসী অভিযুক্ত শহিদুল ইসলামকে ধরে মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশের হাতে তুলে দেয়।
পূর্ববর্তী পোস্ট
করোনা টিকা সম্পর্কে কেউ গুজব ছড়ালে তা প্রতিহত করার দায়িত্ব প্রশাসনের
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ