মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর ঐতিহাসিক আম্রকানন স্মৃতিসৌধ পরিদর্শনে এসেছেন ডাব্লিউটিও’র ডেপুটি ডিরেক্টর জেনারেল মি. জিয়াংচেন ঝাং। গতকাল রোববার দুপুরে তিনি ঢাকা থেকে হেলিকপ্টারযোগে মুজিবনগর হেলিপ্যাডে অবতরণ করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস, মেহেরপুর জেলা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ গোলাম রসুল, সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল, মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল অতিথিদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও)’র ডেপুটি ডিরেক্টর জেনারেল মিঃ জিয়াংচেন ঝাং তিনি এফবিসিসিআই আয়োজিত বাংলাদেশ বিজনেস সামিটে যোগ দিতে ঢাকা সফরে এসেছেন। তিনি গ্রামীণ পরিবেশ দেখতে মেহেরপুরে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন। সেই আলোকে মেহেরপুরে আকস্মিক সফরে তিনি হেলিকপ্টারযোগে মুজিবনগরে আসেন এবং সন্ধ্যায় ঢাকায় ফিরে যান। পরে মুজিবনগর স্বাধীনতার স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন। এছাড়াও সোনাপুর মাঝপাড়ার বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। এসময় এফবিসিসিআই’র পরিচালক সৈয়দ মোয়াজ্জেম হোসেন, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব আলম মস্তফা, চীনা দূতাবাসের দ্বিতীয় সেক্রেটারি জুয়েলিং শি সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন।