স্টাফ রিপোর্টার: মুজিবনগরে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতকসহ ৩জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃস্পতিবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়। মুজিবনগর থানার অফিসার ইনচার্জ মেহেদি রাসেলে নেতৃত্বে মুজিবনগর থানার এসআই উত্তম কুমার, এসআই আল নোমান, এসআই আরিফ, এএসআই আব্দুর রাজ্জাকসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে উপজেলার বল্লভপুর গ্রামের জামিরুল ইসলামের ছেলে দুই বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত পালাতক কারিবুল ইসলাম (৩৫) এবং ওয়ারেন্টভুক্ত আসামি উপজেলার দারিয়াপুর গ্রামের মৃত বদরুদ্দিনের ছেলে আলাল উদ্দিন (৫৫), জালাল উদ্দিনের স্ত্রী শিরিনা খাতুন এবং আনন্দবাস গ্রামের রফিকুল ইসলামের ছেলে তৌফিক ইসলামকে (২০) গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামিদের শুক্রবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।