মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুুরের মুজিবনগরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ফজলুল হককে গার্ড অব অনার প্রদান শেষে দাফন করা হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ৯টায় আনন্দবাস দক্ষিণপাড়া খেলার মাঠে গার্ড অব অনার প্রদান করা হয়।
এর আগে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এ সময় মুজিবনগর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জিয়াউদ্দীন বিশ্বাস, মুজিবনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাশেম, বীর মুক্তিযোদ্ধা আহসান আলী খাঁন ও আব্দুর রব উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মুজিবনগর উপজেলার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক (৬৮) দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দীন মালিথা মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের আনন্দবাস গ্রামের মৃত খটায় মল্লিকের ছেলে। মৃত্যুকালে তিনি ৪ সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ