মুজিবনগর প্রতিনিধি:
‘ভুগর্ভস্থ পানি: অদৃশ্য সম্পদ, দৃশ্যমান প্রভাব’ শ্লোগানে মুজিবনগরে বিশ্ব পানি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার সকাল সাড়ে ৯টায় মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকারের নেতৃত্বে একটি র্যালি বের হয়। র্যালি শেষে আলোচনা সভা ও কেন্দ্রীয় অনুষ্ঠান সরাসরি সম্প্রচার অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রব, কৃষি কর্মকর্তা আনিসুজামান খান, মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিম রেজা, মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমখ। এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ