মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুর মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের রামনগর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলিয়া খাতুন (৫৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালের দিকে ঘটনাটি ঘটে। আলিয়া খাতুন মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের রামনগর গ্রামের আব্দুল কাদেরের স্ত্রী। স্থানীয় ইউপি সদস্য সাফায়েত হোসেন জানান, এদিন সকাল ৮টা দিকে আলিয়া তার নিজবাড়িতে বোর্ডে সুইস দেয়ার সময় ছেড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। নিহতের লাশ দুপুরে গ্রাম্য কবরস্থানে দাফন করা হয়।
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ