মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর উপজেলার কেদারগজ্ঞ বাজারে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মিরাজুল ইসলাম (২২) নামের এক দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। মিরাজুল ইসলাম মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের ভবানীপুর গ্রামের ইউসুফ ম-লের ছেলে। মুজিবনগর থানার ওসি মো. আব্দুল হাশেম জানান, এদিন বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার কেদারগঞ্জ বাজারের ঝর্ণা স্যানিটারি অ্যান্ড স্টোরের কর্মচারী মিরাজুল ইসলাম ওই বিল্ডিংয়ের তৃতীয় তলায় উঠে লোহার পাতসহ অন্যান্য মালামাল বের করে নীচে নামানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। দোকান মালিক রিপনের সাথে নিহতের পরিবারের আপস হওয়ায় লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এছাড়া, আরও পড়ুনঃ