মেহেরপুর অফিস: মেহেরপুরের মুজিবনগর থানা পুলিশের অভিযানে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী এক মহিলাকে আটক করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে মুজিবনগর উপজেলার রশিকপুর গ্রামে অভিযান চালিয়ে শাহিদা খাতুন (৪২) নামের ওই মহিলাকে আটক করা হয়। এ সময় পুলিশ তার ঘর থেকে ৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাশেম জানান, গোপন সংবাদ পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে এদিন দুপুর ২ টার দিকে মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের রশিকপুর গ্রামে যায় এবং ওই গ্রামের মাজিদুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ৩৬ বোতল ফেনসিডিলসহ তার স্ত্রী শাহিদা খাতুনকে আটক করি। তিনি আরও বলেন, শাহিদা খাতুন একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ আদালতে পাঠানো হয়েছে।