মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুর জেলাকে মাদক ও সন্ত্রাসমুক্ত করার লক্ষ্যে মেহেরপুর জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। গতকাল বৃস্পতিবার সকালে মুজিবনগর উপজেলার আনন্দবাস এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৫ বোতল ফেনসিডিলসহ দুজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। আটককৃতরা হলেন আনন্দবাস গ্রামের পূর্বপাড়ার তারশের আলীর ছেলে সেলিম রেজা (৩৪) ও জিয়ার আলীর ছেলে আশরাফুল ইসলাম (৩৫)। জেলা গোয়েন্দা পুলিশের এস আই হাবিবুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। এসআই হাবিবুর রহমান জানান, মেহেরপুর পুলিশ সুপার এস এম মুরাদ আলী স্যারের নির্দেশনা মোতাবেক গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানাধীন আনন্দবাস এলাকায় অভিযান চালিয়ে আসামি সেলিম রেজা ও আশরাফুল ইসলামকে ২৫ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে মুজিবনগর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে আরও চারটি মামলা বিচারাধীন রয়েছে।