মুজিবনগরে পল্লী চিকিৎসককে কুপিয়ে জখম

গণপিটুনিতে আহত যুবলীগ নেতা মিঠু হাসপাতালে

মুজিবনগর প্রতিনিধি : মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধে আব্দুল মান্নান (৬২) নামের এক পল্লী চিকিৎসককে কুপিয়ে জখম করেছেন মহাজনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম মিঠু। পল্লী চিকিৎসককে কুপিয়ে জখম করাই মিঠুকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। গতকাল বুধবার বিকেলে মুজিবনগর উপজেলার মহাজনপুর বাজারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত আব্দুল মান্নান মহাজনপুর গ্রামের ওমর আলীর ছেলে। মিঠু একই ইউনিয়নের কোমরপুর গ্রামের রেজাউল হকের ছেলে কিন্তু ছোট থেকেই মহজানপুরে নানী বাড়িতেই বসবাস করে আসছেন। আহত আব্দুল মান্নানকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। পথিমধ্যে আবস্থার অবনতি হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মহাজনপুর বাজারপাড়া এলাকায় ফজলু নামের এক ব্যক্তির জমি আব্দুল মান্নানের ভাগ্নে তাপু ক্রয় করেন। জমি ক্রয়ের পর থেকেই ওই জমি নিয়ে মিঠুর সাথে বিরোধ চলে আসছিলো পল্লী চিকিৎসক আব্দুল মান্নানের। এদিন বিকেলে জমিতে থাকা গাছের ডাটা পাড়তে গিয়ে আব্দুল মান্নানের সাথে মিঠুর বাকবিতন্ডার সৃষ্টি হয়। এসময় মিঠু দেশীয় অস্ত্র দিয়ে আব্দুল মান্নানকে কুপিয়ে জখম করেন। পরে স্থানীয়রা মিঠুকে গণপিটুনি দেয়। খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মিঠুকে উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

এ বিষয়ে মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি রাসেল জনান, ঘটনাটি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আব্দুল মান্নানের অবস্থা গুরুতর হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলেও পথিমধ্যে অবস্থার অবনতি হলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। অপরদিকে ঘটনাস্থল থেকে মিঠুকে হাসপালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এখনো কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More