মুজিবনগরের শিবপুর গ্রামে স্বামী ও স্ত্রীকে পিটিয়ে জখম
মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর শিবপুর গ্রামের আমিরুল ইসলাম (৪৫) ও স্ত্রী সন্তান আরাকে পিটিয়ে জখম করেছে প্রতিবেশী বাবু ও তার স্ত্রী চায়না। গতকাল বৃহস্পতিবার সকালে আমিরুলের বাড়ীতে স্বাামী ও স্ত্রীকে লাঠি ও রড দিয়ে পিটিয়ে জখম করা হয়। তাদেরকে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়েছে।
মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের মৃত সামসার মল্লিকের ছেলে আমিরুল ইসলাম মল্লিক। তিনি জানান, আমার বাড়ীর দেয়ালে পানি দেয়ার সময় প্রতিবেশী বাবুর বাড়ীতে পানি ছিটকিয়ে পড়ে। এ সময় বাবুর স্ত্রী আমার সাথে কথাকাটি শুরু করে। এক পর্যায়ে বাবু ও তার স্ত্রী চায়না লাঠি ও রড দিয়ে আমাকে ও আমার স্ত্রীকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে।
এ ব্যাপারে মুজিবনগর থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে বলে জানান মুজিবনগর থানা ইনচার্জ (ওসি) মো. আব্দুল হাশেম। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।