মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগরের মোনাখালী ইউপির, সামাজিক সম্প্রীতি কমিটির ব্যক্তিবর্গের সাথে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় মোনাখালী ইউনিয়ন পরিষদের আয়াজনে অত্র ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান মফিজের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান মোমিনুল ইসলাম, ইউপি সদস্য আবুল কালাম, হাবিবুর রহমান, আলাউদ্দীন, রবিউল ইসলাম, আবু নাইম ডালিম প্রমুখ। আলোচনাসভা পরিচালনা করেন ইউপি সদস্য আরিফ হোসেন। উপস্থিত ছিলেন সামাজিক সম্প্রীতি কমিটির ব্যক্তিবর্গ।