মুজিবনগর প্রতিনিধি: জেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম তোতার উদ্যোগে মুজিবনগর উপজেলার বেদে পল্লীসহ বিভিন্ন গ্রামে অসহায় শীতার্তদের মাঝে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেনের দেয়া উপহার শীতবস্ত্র বিতরণ করা হয়। গতকাল শনিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন গ্রামের অসহয় শীতার্তদের বাড়ি বাড়ি উপস্থিত হয়ে ২শ ৫০টি কম্বল বিতরণ করা হয়। এ সময় জেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম তোতা, যুবলীগ নেতা হাসানুজ্জামান লাল্টু, বিশিষ্ট ব্যবসায়ী ফারুক হোসেন, বাগোয়ান ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, সাবেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ