কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার দামুড়হুদা সদর ইউনিয়নের মুক্তারপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী ৪ সন্তানের জনক আকবার হোসেন (৪৮) করোনার লক্ষণ নিয়ে মৃত্যুবরণ করেছেন। প্রবাসীসুত্রে জানা গেছে, মুক্তারপুর গ্রামের মোল্লা বাজারপাড়ার মমিন মোল্লার ছেলে ৪ সন্তানের জনক গতকাল বুধবার সকাল ৮টার দিকে মালয়েশিয়ায় অসুস্থতাজনিত কারণে নিজ ঘরে মৃত্যুবরণ করেন। পরে মালয়েশিয়া পুলিশ আকবারের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে যায়। আকবার বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। এ বিষয়ে আকবারের নিকট আত্মীয় চাঁদপুর গ্রামের জসিম উদ্দিন জানান, আজ সকালে আকবার করোনা উপসর্গ নিয়ে মারা যান। তিনি বেশ কিছুদিন ধরে জ্বর, ঠা-ায় ভুগছিলেন।
এদিকে আকবারের মৃত্যুতে গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। আকবার ২০০৮ সালে সংসারের অভাব ঘোচাতে মালয়েশিয়ায় পাড়ি জমান। আকবারের সংসারে স্ত্রী ও ৪ সন্তান রয়েছে। আকবারের লাশ কবে আসবে সেই অপেক্ষায় রয়েছে তার পরিবার।
ৃ
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ