গাংনী প্রতিনিধি: ঐতিহাসিক ৭ মার্চ, ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষে মেহেরপুরের গাংনী উপজেলা প্রশাসন এক প্রস্তুতিমূলক সভার আয়োজন করে। গতকাল রোববার বেলা ১১টার দিকে গাংনী উপজেলা সম্মেলনের কক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি খাতুনের (ভারপ্রাপ্ত) সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুনতাজ আলী ও পৌর আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাবলু, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু ও মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন প্রমুখ। এসময় দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে নানা সিদ্ধান্ত গ্রহণ করা হয়।