মেহেরপুর অফিস: মাদক ব্যবসায়ী রাজীবের বাড়ির সামনের একটি পরিত্যক্ত জমি থেকে ফেনসিডিলের অসংখ্য খালি বোতল উদ্ধার। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান চলাকালে মেহেরপুর শহরের পুরাতন বাসস্টান্ডপাড়ার রাজীবের বাড়িতে অভিযান চলাকালে পুলিশের এক সদস্য বাড়ির সামনে বড় পাঁচিল দিয়ে ঘিরে রাখা পরিত্যক্ত জমিতে দেখতে পান অসংখ্য ফেনসিডিলের খালি বোতল ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিক ইসলামের নির্দেশে গেটের তালা খুলে পরিত্যক্ত জমিতে থেকে বিপুল পরিমাণ খালি বোতল ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখেন। সেগুলো কুড়িয়ে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। ধারণা করা হচ্ছে মাদকসেবীরা ফেনসিডিল ক্রয় করার পর সেবন করে ওই জমিতে খালি বোতলগুলো ফেলে রেখে নিরাপদে চলে যায়।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ