মাগুরা সদর উপজেলায় ধানক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষক নিহত হয়েছেন। শনিবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়। হাসপাতালে নেয়া হয়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মিজানুর (৩৫) সদর উপজেলার বেলনগর দক্ষিণপাড়া গ্রামের অলিয়ার সরদারের ছেলে । মিজানুরের চাচাত ভাই মুক্তার হোসেন বলেন, সকালে মিজানুর মাঠে ধানের ক্ষেতে পানি দিতে গেলে বৈদ্যুতিক মটরের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মিজানুর মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। থানায় অপমৃত্যু মামলার পর মহদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই শ্যামা প্রসাদ।
পূর্ববর্তী পোস্ট
প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে তৃণমূল কৃষকের ধান কেটে দিল কৃষকলীগ
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ