স্টাফ রিপোর্টার: মাগুরার সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) এটিএম আব্দুল ওয়াহাব বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন ও সেক্রেটারি শহিদুল ইসলাম শাহান অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
মাগুরা-১ আসনের আ.লীগ দলীয় সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা শ্রীপুর উপজেলার কৃতিসন্তান এটিএম আব্দুল ওয়াহহাবকে আগামী তিন বছরের জন্য বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
গত ২৮ এপ্রিল ২০২১ তারিখে স্বাস্থ্য ও পরিবার ক্যলাণ মন্ত্রণালয়ের উপ-সচিব উম্মে হাবিবা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগ আদেশ প্রদান করা হয়েছে।
চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন ও সেক্রেটারি শহিদুল ইসলাম শাহান এক অভিনন্দন বার্তায় বলেছেন, বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) আব্দুল ওয়াহহাব বাংলাদেশ রেডক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামানা করে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ