মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ আরও ৮ জনকে আটক করেছে বিজিবি। গত বুধবার রাতে মহেশপুর উপজেলার জামতলা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো গোপালগঞ্জ সদর উপজেলার তারগ্রামের সত্যেন বালার মেয়ে রুপা বালা (১৬), জতিন বিশ^াসের ছেলে আশুতোষ বিশ^াস (৪২), সমির ম-লের ছেলে সজিব ম-ল (১৯), সত্যেন বালার ছেলে সৌরভ বালা (৩) ও স্ত্রী রাধিকা বানু (৪৫), গান্দিসুর গ্রামের মৃত সুজ্জু বোয়ালের ছেলে দুলাল বোয়াল (৪০), শানপুকুরিয়া গ্রামের শ্যামল মালঙ্গীর মেয়ে রুনা মালঙ্গী (৫), স্ত্রী সুমলা সমাজপতি (৩৫)। বৃহস্পতিবার সকালে মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মেহেদি হাসান খান স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, অবৈধভাবে ভারতে যাওয়ার খবরে জামতলা এলাকায় অভিযান চালায় বিজিবি। এসময় ৮ জনকে আটক করা হয়। পরে বিজিবির পক্ষ থেকে মহেশপুর থানায় মামলা করার পর তাদের থানায় সোপর্দ করা হয়। এর আগে মঙ্গলবার রাতেও ১০ জনকে আটক করে বিজিবি। এছাড়াও গত দু মাসে দালালসহ তিন শতাধিক নারী পুরুষকে আটক করা হয়েছে।
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ