মহেশপুর প্রতিনিধি: মহেশপুরের যাদবপুর সীমান্তে ৩৯৮ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে ৫৮ বিজিবি। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বড়বাড়ি মাঠের ভেতর থেকে অভিনব কায়দায় ৩৯৮ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। মহেশপুর থানার ওসি সেলিম মিয়া জানান, এ ব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে।