মহেশপুর প্রতিনিধি: মহেশপুর বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশকালে একজনকে আটক করেছে ৫৮ বিজিবি। গতকাল রোববার ভোরে ৫৮ বিজিবির অধীনস্ত বাঘাডাঙ্গা বিওপির টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাঘাডাঙ্গা মাঠে একটি ভেতর ইটের ভাটার ভেতর থেকে ওই গ্রামের আকবর আলী মোল্লার ছেলে ইমদাদুল হককে (৩১) আটক করে। এ ব্যাপারে পাসপোর্ট আইনে মামলা হয়েছে। মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ