মহেশপুর প্রতিনিধি: মহেশপুর শ্রীনাথপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার প্রস্তুতিকালে ৩ নারীকে আটক করে বিজিবি। শনিবার ভোরে ৫৮ বিজিবি’র অধিনস্ত শ্রীনাথপুর বিওপির টহল দল গোপন সূত্রে অভিযান চালিয়ে শ্রীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন, ফরিদপুর জেলার বোয়ালমারী থানার কমলেশ্বরদী গ্রামের আজিজুল মোল্লার স্ত্রী রোজিনা খাতুন (২৪), একই থানার দাতপুর গ্রামের আব্বাস বিশ্বাসের মেয়ে সামিয়া আক্তার (২৩) এবং একই জেলার আলফাডাঙ্গা থানার রুদ্রবানা গ্রামের শিপন খন্দকারের স্ত্রী আলো বেগম (৩০)।
মহেশপুর থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, এ ব্যাপারে পাসপোর্ট আইনে মামলা হয়েছে। আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ