মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মিয়ার সাথে মহেশপুর প্রেসক্লাব নেতৃবৃৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। বুধবার দুপুরে মহেশপুর প্রেসক্লাবে সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ওসি সেলিম মিয়া, মহেশপুর প্রেসক্লাব সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক শেখ এনামুল হক দুলু, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক দাউদ হোসেন, প্রকাশনা সম্পাদক আনওয়ারুল ইসলাম, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক শামীম খাঁন জনি, নির্বাহী সদস্য আলমগীর হোসেন, দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার প্রতিনিধি পলাশ রহমান।
সংক্ষিপ্ত বক্তব্যে ওসি সেলিম মিয়া বলেন, পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক। তারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।