মহেশপুর প্রতিনিধি: মহেশপুর প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে শনিবার সকালে প্রেসক্লাব সম্পর্কিত এক বিশেষ সাধারণ সভা আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রেসক্লাবের ভবন নির্মাণসহ প্রেসক্লাব সম্পর্কিত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মহেশপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদকে আহ্বায়ক, আব্দুর রহমান ও এসএম এনামুল হক দুলুকে যুগ্মআহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট প্রেসক্লাবের ভবন নির্মাণ কমিটি গঠন করা হয়। প্রেসক্লাবের উন্নয়ন ও অন্যান্য বিষয় নিয়ে বক্তব্য রাখেন, এসএম এনামুল হক দুলু, শামীম আশরাফ, আনওয়ারুল ইসলাম, সাইফুল ইসলাম, আবুল কাশেম, শামীম খাঁন জনি, আক্তারুজ্জামান, নাজমুল হোসেন, আব্দুল হালিম চঞ্চল, হাসান আলী, আব্দুল হামিদ, আব্দুর রাজ্জাক রাজন, আতিউর রহমান, ওলিয়ার রহমান, দাউদ হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র সাংবাদিক শামীম আশরাফ। বক্তারা প্রেসক্লাবের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন এবং আগামী মার্চ মাসে মহেশপুর প্রেসক্লাবের চার দশক পূর্তি অনুষ্ঠান পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় মহেশপুর প্রেসক্লাবের বিষয়ে বিভ্রান্ত না ছড়ানোর জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।
এছাড়া, আরও পড়ুনঃ