মহেশপুরে ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
স্টাফ রিপোর্টার: ঝিনাইদহ মহেশপুর থানা পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক হয়েছেন। গতকাল সোমবার দুপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার নেপা ইউপির কুল্লাহ গ্রামের আনারুল ইসলামের তেলপাম্প সংলগ্ন জিন্নাহনগর-বাকোশপোতার পাকা রাস্তার ওপর থেকে ৭ কেজি গাঁজাসহ ছাদিকুল ইসলাম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেন। আটককৃত মাদক ব্যবসায়ী সাদিকুল কাজিরবেড় গ্রামের মইরুদ্দীনের ছেলে। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মহেশপুর থানায় একটি মামলা হয়েছে।