মহেশপুর প্রতিনিধি: বুধবার সকালে মহেশপুরে সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা তোজাম্মেল হক বিশ্বাসের (৭৬) করুণ মৃত্যু হয়েছে। উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের বাথানগাছি গ্রামের মৃত অমেদ আলী বিশ্বাসের ছেলে বীর মুক্তিযোদ্ধা তোজাম্মেল হক বিশ্বাস সকালে মোটরসাইকেল চালিয়ে মহেশপুর শহরে আসছিলেন পথিমধ্যে বাথাগাছি-বেলেমাঠ সড়কের মাঝামাঝি একটি ধান বোঝায় গরুর গাড়ির নিচে পড়লে তার মাথায় মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
মহেশপুর থানায় কর্তব্যরত এসআই নর-উত্তম জানায়, নিহতের পরিবারের লোক থানায় এলে ইউডি মামলা হবে।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ