মহেশপুর প্রতিনিধি: মহেশপুরে শ্বশুরবাড়ি বেড়াতে এসে মিজানুর রহমান নামে এক জামাতার রহস্যজনক মৃত্যু হয়েছে।প্রাপ্ত তথ্যে প্রকাশ, ২৬ জুলাই রাতে উপজেলার সেজিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত মিজানুর উপজেলার রায়পুর গ্রামের মৃত ঝড়ু ম-লের পুত্র।
জানা গেছে, গত ১৬ জুলাই সেজিয়া গ্রামের আব্দুর রহমানের মেয়ে রুমা খাতুনের সাথে মিজানুর রহমানের বিয়ে হয়। বিয়ের ১০দিন পর ঈদের দিন শ্বশুরবাড়ি বেড়াতে এসে তার রহস্যজনক মৃত্যু হয়। নিহত মিজানুর রহমানের স্ত্রী নববধূ রুমা খাতুন জানান, রাত ১২টায় আমরা ঘুমিয়ে পড়ি। পরে ভোর ৪টার দিকে তার শরীরে হাত দিয়ে দেখি শরীর ঠান্ডা হয়ে গেছে। পরে আমি তাকে ডাকলে কোনো সাড়া শব্দ না পেয়ে কান্না করলে পাশের ঘরে থাকা বাবা মা ও প্রতিবেশীরা ছুটে এসে দেখে সে মারা গেছে। সে কিভাবে মারা গেলো আমি কিছুই জানি না। মহেশপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
পূর্ববর্তী পোস্ট
মালয়েশিয়া প্রবাসী দামুড়হুদার মুক্তারপুরের আকবার হোসেনের মৃত্যু
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ