মহেশপুর প্রতিনিধি: মহেশপুরে ফেনসিডিল ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে পগ্রফতার করেছে মহেশপুর থানা পুলিশ। গতপরশু শনিবার সন্ধ্যারাতে এদেরকে গ্রেফতার করা হয়।
থানা সূত্রে প্রকাশ, মহেশপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের দিক নির্দেশনায় একটি চৌকস দল অভিযান চালিয়ে নৌদা গ্রাম মোড় থেকে যশোর জেলার কোতয়ালী থানার ম-লগাতী গ্রামের শুকুর আলীর ছেলে অপু (২৯), চাচড়া গ্রামের তরিকুল ইসলামের ছেলে ইমন (১৯) ও চৌগাছা থানার কুলিয়া গ্রামের শেখ ফরিদের ছেলে রিফাতকে (২৩) ২৫ বোতল ফেনসিডিল ও ২ কেজি গাঁজাসহ আটক করে। মহেশপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। রোববার সকালে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ