মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি ব্যাটারিচালিত অটোভ্যান উদ্ধার করা হয়। গত পরশু বুধবার সন্ধ্যায় উপজেলার নস্তি এলাকা থেকে ওই যুবককে আটক করা হয়।
থানা সূত্রে জানা গেছে, মহেশপুর থানার এসআই মোফাজ্জেল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ মানিকডিহি গ্রামের মহব্বত আলীর ছেলে পারভেজ (২৫) কে ৫০ বোতল ফেনসিডিলসহ আটক করেন। এ সময় বোয়ালিয়া গ্রামের মৃত ইছাহক আলীর ছেলে মফিজুর (৪২) পালিয়ে যায়। মহেশপুর থানার ওসি শামীম উদ্দিন জানান, এ ব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে আটককৃত আসামিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।