মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে নবাগত জেলা প্রশাসক মজিবর রহমানের সাথে মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের লোকজনের সাথে এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে মহেশপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামিদের সভাপতিত্বে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নবাগত জেলা প্রশাসক মো. মজিবর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহেশপুর পৌরসভার মেয়র আব্দুর রশিদ খাঁন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার হাসান আলী, ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, সাবেক পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী আব্দুস সাত্তার প্রমুখ। আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন, মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমানসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, শিক্ষক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। জেলা প্রশাসক বলেন, নারী নির্যাতন, বাল্যবিয়ে, ইভটিজিংকারীদের কোনো রক্ষা নেই। এই সামাজিক ব্যাধি থেকে রক্ষা পেতে আমাদের সকলকে সোচ্চার হতে হবে। তিনি আরও বলেন, জনগণের সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে স্থানীয় সরকারের প্রতিনিধি ইউপি চেয়ারম্যানদের এগিয়ে এসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। জনসাধারণ যেন সেবা থেকে বঞ্চিত না হয় এবং হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী অফিসার শাশ্বতী শীল।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ