মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে একটি ধান বোঝাই ট্রাক থেকে দেড়শ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে মহেশপুর ৫৮ বিজিবি। এ সময় ট্রাকের ড্রাইভার পলাশকে আটক করা হয়। পলাশ উপজেলার কুল্লা সাহেবপাড়ার রবিউল ইসলামের ছেলে। শুক্রবার দুপুরে প্রেসব্রিফিংয়ে ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মোহাম্মদ তারেক জানান, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার কুশাডাঙ্গা গ্রামের পাকা রাস্তার ওপর অভিযান চালায় মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনস্ত শ্যামকুড় বিওপির বিজিবি সদস্যরা। এ সময় সীমান্ত থেকে আসা একটি ধান বোঝাই ট্রাক তল্লাসি করে ট্রাকের মধ্যে ১৫০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। ট্রাকসহ চালককে বিজিবি আটক করে মহেশপুর থানায় সোপর্দ করেছে।
বিজিবি সূত্রে আরো জানা গেছে, ভারত থেকে ফেনসিডিলের এ চালান আনার সঙ্গে জড়িত মহেশপুরের হানিফপুর গ্রামের আলী কদরের দুই ছেলে জহিরুল ইসলাম ও রফিকুল ইসলামের বিরুদ্ধে পলাতক আসামি করে মামলা দায়ের করা হয়েছে।