মহেশপুর প্রতিনিধি: “আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের মহেশপুরে জাতীয় বীমা দিবস ২০২৩ উদযাপিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড (জনবীমা) মহেশপুর জেলা কার্যালয়ের আয়োজনে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, মহেশপুর পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন, উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, মহেশপুর ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স জেলা কার্যালয়ের জিএম বাবলুর রহমান, সহকারী জিএম কবির ইকবল, জোসনা খাতুন, আব্দুস সালাম প্রমুখ। আলোচনা সভায় নিজেদের জীবন এবং সম্পদের সুরক্ষা করতে প্রত্যেকের জীবনে বীমা চালু করার প্রতি আহ্বান জানানো হয়।