মহেশপুর প্রতিনিধি: মহেশপুরে এক কেজি গাঁজাসহ আব্দুর রহিম (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহেশপুর থানা পুলিশ।
থানাসূত্রে জানা যায়, মহেশপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের দিকনির্দেশনায় গতকাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানা পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান চালিয়ে উপজেলার মান্দারবাড়ীয়া ইউনিয়নের মির্জাপুর গ্রামের মান্দারতলা ইটভাটার কাছ থেকে তাকে আটক করে।
আটককৃত আব্দুর রহিম একই জেলার পার্শ্ববর্তী কালীগঞ্জ থানার রঘুনাথপুর গ্রামের জলিল উদ্দীনের পুত্র। মহেশপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ