মহেশপুর প্রতিনিধি: মহেশপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করে। রোববার সন্ধ্যায় মহেশপুর থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের আলীপুর গ্রামের রুহুল হোসেনের ছেলে আক্তার হোসেন এবং মৃত ইয়াকুব আলীর ছেলে আব্দুর রব। মহেশপুর থানার ওসি সেলিম মিয়া গণমাধ্যমকে বলেন, ৩বছর যাবৎ ওয়ারেন্টভুক্ত আসামিরা পালিয়ে ছিলেন। রোববার সন্ধ্যায় গোপন সূত্রে তাদের গ্রেফতার করা হয়। সোমবার সকালে গ্রেফতারকৃত দুই আসামিকে ঝিনাইদহ আদালতে সোপর্দ করা হয়েছে।
মহেশপুর থেকে ওয়ারেন্ট ভুক্ত দুই আসামী গ্রেফতার।তাদের মুখ এমন কেন।দেখাতে লজ্জা লাগে।লজ্জায় যদি লাগবে তাহলে আসামি হল কেন??