মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে করোনা দুর্যোগ পরিস্থিতির মধ্যেও একই রাতে দুটি বাড়ি থেকে ৫টি গরু ও একটি দোকানে নগদ টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে চোরেরা। গত বুধবার রাতে চোর চক্রটি ফতেপুর বাজারের সন্তোষ হালদারের ছেলে ইন্দ্রজিত হালদারের দোকানের সাটারের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় নগদ ৭৫ হাজার টাকা ও বিভিন্ন কোম্পানির ৯টি বিকাশের সীমে ২৮ হাজার টাকাসহ মোবাইলফোন চুরি করে নিয়ে যায়। এতে প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দোকান মালিক ইন্দ্রজিত জানিয়েছেন। এ ব্যাপারে ভুক্তভোগী মহেশপুর থানায় লিখিত অভিযাগ করেছেন।
অপরদিকে, একই রাতে উপজেলার পুরন্দপুর গ্রামের সোনা মিয়া খলিফার ছেলে বাচ্চু খলিফার গোয়াল ঘর থেকে গরুসহ বাছুর চুরি হয়েছে। যার আনুমানিক মূল্য দেড় লাখ টাকা। অন্যদিকে খর্দ্দ খালিশপুর গ্রামের মৃত কুড়োন ম-লের ছেলে শাহাজান আলীর ৩টি গরু চুরি হয়েছে। যার আনুমানিক মূল্য ২ লাখ টাকা। ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। মহেশপুর থানার অফিসার ইনচার্জ মোর্শেদ হোসেন খান বলেন, ঘটনার পৃথক পৃথক অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থালে পুলিশ পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।