মহেশপুর প্রতিনিধি: বুধবার দুপুরে মহেশপুরে ইয়াবাসহ সজল নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬। র্যাব-৬’র কোম্পানী কমান্ডার মেজর মাসুদ হায়দারের দিক-নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি চৌকস দল অভিযান চালিয়ে উপজেলার খালিশপুর বাজারের পূর্বাশা কাউন্টার থেকে সুনদরপুর গ্রামের চান মিয়ার ছেলে নুরুল ইসলাম সজলকে (৪৫) ২৪৫ পিস ইয়াবাসহ আটক করে। র্যাব জানায়, সজল পূর্বাশা কাউন্টারের ম্যানেজার। সে ইয়াবাগুলো বিক্রয়ের জন্য ঢাকায় পাঠাচ্ছিলো। আসামিকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ