মহেশপুর প্রতিনিধি ঃ
দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে চাচা-ভাতিজাসহ একই পরিবারে ৩জন প্রার্থী। এলাকাবাসী সূত্রে প্রকাশ, সাবেক যুবলীগ নেতা শরিফুল ইসলাম ভোলন ২নং ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তার চাচাতো ভাই মৃত রওশন আলীর ছেলে আশাদুল ইসলাম মন্ডল মেম্বর পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সে দীর্ঘ ৩ বার এই ওয়ার্ডের মেম্বারের দায়িত্ব পালন করে আসছেন। তার পিতা রওশন আলীও এই ওয়ার্ডের মেম্বার ছিলেন। আর এক চাচাতো ভাই মৃত কওসার আলীর ছেলে মিঠু মন্ডল(বালি মিঠু) একই ওয়ার্ডের মেম্বর পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। একই পরিবারে ৩জন প্রার্থী হওয়ায় চায়ের দোকানগুলোতে আলোচনার ঝড় উঠেছে। এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী শরিফুল ইসলাম ভোলন জনানান, আমি দীর্ঘদিন যাবৎ আওয়ামীলীগের রাজনীতি করে আসছি। দলীয় মনোনয়ন চেয়েছিলাম পাইনি এখন এলাকাবাসীর ভালোবাসা নিয়ে নির্বাচন করতে চাই। অপর দুজন আমার চাচাতো ভাইয়ের ছেলে তাদের নির্বাচনের ব্যাপারে আমার কিছু বলার নেই।
এছাড়া, আরও পড়ুনঃ