মহেশপুর প্রতিনিধি: মহেশপুর মাটিলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে নারী ও শিশুসহ ১২জন ৫৮ বিজিবি’র হাতে আটক। শনিবার গভীর রাতে ৫৮ বিজিবি’র অধিনস্ত মাটিলা বিওপি’র টহল দল অভিযান চালিয়ে উপজেলার বেতবাড়িয়া মাঠের ভেতর থেকে তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন, ঢাকা জেলার যাত্রাবাড়ী থানার জেলেপাড়া গ্রামের হরিগোপাল দাসের ছেলে শ্রী রাজীব চন্দ্র দাস (৩০), পিরোজপুর জেলার ইন্দুরকানী থানার চন্ডিপুর কলারুন গ্রামের রুহুল আমীন মজুমদারের ছেলে সিদ্দিক মজুমদার (৩৪), সাথে তার স্ত্রী শারমীন (২৭), গোপালগঞ্জ জেলার বৈলতৈল থানার করপাড়া গ্রামের মৃত রাখাল সরকারের ছেলে পরিমল সরকার (৩৮), যশোর জেলার কোতয়ালী থানার যশোর রেলগেট গ্রামের দুলাল মিয়ার মেয়ে মোছা. হোসনে আরা বেগম (২৭) সাথে তার ছেলেদ্বয় আরমান (১৩), আরাফাত (০৩), খুলনা জেলার ফুলতলা থানার কাচপুর গ্রামের মো. কামাল খানের স্ত্রী সোনিয়া খাতুন (৩১), সাথে তার মেয়ে পিহু ইসলাম (০৪), একই জেলার দৌলতপুর থানার মহেশ্বপাশা গ্রামের মো. জুয়েল শেখের স্ত্রী মোছা. রুমা বেগম (২৮) এবং রুপসা থানার রুপসা রামনগর লোকমান শেখের স্ত্রী আজমিরা শেখ (১৯) এবং নড়াইল জেলার সদর থানার গোবরা গ্রামের ইব্রাহিম শেখের মেয়ে আজমিরা শেখ (১৯)। বিজিবি তাদেরকে থানায় সোপর্দ করেছে। মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ