মহেশপুর প্রতিনিধি: সোমবার ভোরে মহেশপুর যাদবপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে অনুপ্রবেশকালে নারীসহ ৪জনকে আটক করেছে ৫৮ বিজিবি।
বিজিবি’র প্রেস রিলিজ সূত্রে প্রকাশ, ৫৮ বিজিবি’র অধিনস্ত যাদবপুর বিওপি’র টহল দল গোপন সূত্রে অভিযান চালিয়ে উপজেলার কানাইডাঙ্গা মাঠে একটি মেহগুনি বাগানের ভেতর থেকে তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন, বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার চরহোগলা বুনিয়া গ্রামের আশরাফ আলী হাওলাদারের ছেলে কবির হাওলাদার (৪০), রাজবাড়ী জেলার পাংশা থানার মহিষডাংগা গ্রামের মৃত আ. রহমান ম-লের ছেলে দিলবার হোসেন (৩৫), যশোর জেলার কোতয়ালী থানার গুরুলিয়া গ্রামের লোকমান মোল্লার মেয়ে লিজা খাতুন (২৬), একই থানার তেজরোল গ্রামের মৃত তফসির মোল্লার মেয়ে কাজল রেখা (২৮)।
মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, এ ব্যাপারে মামলা হায়েছে। আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।