মুজিবনগর প্রতিনিধি: বাংলাদেশ আনসার ও ভিডিপি মেহেরপুরের উদ্যোগে মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কেন্দ্রীয় সাংস্কৃতিক দলের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা রাতে মেহেরপুরের মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স অডিটোরিয়াম হলরুমে ওই সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের পরিচালক আমজাদ হোসেন পিএএমএস। সাইফুল ইসলামের সঞ্চলনায় অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার, মেহেরপুর জেলা আনসার কমান্ড্যান্ট রাকিবুল ইসলাম, যশোর ৭ আনসার ব্যাটালয়ান পরিচালক মোল্লা আবু সাইদ খুলনা ৯ আনসার ব্যাটালিয়ান পরিচালক সাজ্জাদুর রাহমান, চুয়াডাঙ্গা ১৪ আনসার ব্যাটালিয়ান পরিচালক তরোবদার আলমগীর হোসেন, খুলনা জেলা কমান্ডেন্ট সেলিমুজাম্মান, মাগুড়া জেলা কমান্ডেন্ট শুভ্র চৌধুরী, সাতক্ষীরা জেলা কমান্ডেন্ট মোছা. মরসেদা খানম, যশোর জেলা কমান্ডেন্ট সঞ্জয় কুমার সাহ্, বাঘেরহাট জেলা কমান্ডেন্ট ফারুক আহমেদ, কুষ্টিয়া জেলা কমান্ডেন্ট সোহেলুর রহমান, ঝিনাইদহ জেলা কমান্ডেন্ট আশিক উজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা দলের সাংস্কৃতিক দল সঙ্গীত পরিবেশন করেন রবিউল ইসলাম, আতিয়ার রহমান, সাজেদুল পলাশ, সৈয়দ ফারহানা জামান নুপুর, আসমা বাসার ও লাবনী সিং এবং নৃত্য পরিবেশন করেন বাহার, সাখাওয়াত হোসেন, হাসান মাহমুদ সুজন, শাবিদ, মিন্ট শেখ, রোকসানা আফরিন, শাহনা আফরোজ, সুমনা আক্তার ও ক্রোমা মারমা।
পূর্ববর্তী পোস্ট
মেহেরপুরের ২ ইউনিয়নের ৩ চেয়ারম্যান প্রার্থী জামানত হারিয়েছেন
এছাড়া, আরও পড়ুনঃ