মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরের খোসালপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গমনকালে শিশুসহ ১১ জনকে আটক করেছে ৫৮ বিজিবি। বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আটক করা হয়।
বিজিবি’র প্রেস রিলিজ সূত্রে প্রকাশ, ৫৮ বিজিবির অধিনস্ত খোসালপুর বিওপির টহল দল অভিযান চালিয়ে উপজেলার খোসালপুর মাঠের ভেতর থেকে শিশুসহ ১১জনকে আটক করে। আটককৃতরা হলেন, বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার বড়বাদুড়িয়া গ্রামের আরশাফ ফকিরের ছেলে মনোয়ার হোসেন (৩২), হোগলপাতি গ্রামের সৈয়দ আলীর ছেলে আলী আকবর (৪৮), আলী আকবরের স্ত্রী মাসুমা বেগম (৪২), মাদারীপুর সদর থানার কদমবাড়ি গ্রামের প্রবাস বিশ্বাসের ছেলে সুব্রত বিশ্বাস (২৪), এনায়েতপুর গ্রামের বিরাট ম-লের ছেলে বিনয় ম-ল (৪৮), হুমায়ন কবিরের ছেলে মুন্না চাপরাশি (২২), মুন্না চাপরাশির স্ত্রী হেনা খাতুন (১৯) ও তার ২ বছরের শিশুপুত্র মাসুম চাপরাশি, বাপ্পি চাপরাশির স্ত্রী নাজমা বেগম (২৬) ও তার ১০ মাসের শিশু কন্যা সুমাইয়া এবং মারিয়া (৪)। ৫৮ বিজিবির উপ-অধিনায়ক মোহাম্মদ মেহেদী হাসান জানান, অবৈধভাবে ভারতে গমনের চেষ্টাকালে বিজিবি তাদেরকে আটক করে। এ ব্যাপারে মহেশপুর থানায় মামলা হয়েছে। মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, আসামিদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।