দামুড়হুদায় চুয়াডাঙ্গা-৬ বিজিবির চোরাচালান বিরোধী পৃথক অভিযান
দামুড়হুদা ব্যুরো: চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন মাদক ও চোরাচালান বিরোধী পৃথক অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজা, ৭ বোতল ভারতীয় মদ, ২১টি ভিবেল সাবান, ৬টি নাম্বার ওয়ান সাবান এবং ১২৮টি ক্লিনিক প্লাস শ্যাম্পু উদ্ধার করতে সক্ষম হয়েছে। উদ্ধারকৃত মদ ও গাঁজা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে এবং অন্যান্য মালামালগুলো দর্শনা কাস্টম্স অফিসে জমা করা হয়েছে। গতকাল শুক্রবার রাত পৌনে ১২টার দিকে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক অধিনায়ক মোহাম্মদ খালেকুজ্জামান (পিএসসি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল শুক্রবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনস্থ ফুলবাড়ি বিওপির টহল কমান্ডার হাবিলদার আব্দুল মান্নান সঙ্গীয় ফোর্স নিয়ে দামুড়হুদা উপজেলার দর্শনা থানার অন্তর্গত সীমান্তবর্তী বুইচিতলা গ্রামের মাঠে অভিযান চালান। এসময় পরিত্যক্ত অবস্থায় ৮ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়। এছাড়া গতকাল শুক্রবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনস্থ ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোশারফ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান দামুড়হুদা উপজেলার দর্শনা থানার অন্তর্গত সীমান্তবর্তী ঠাকুরপুর গ্রামের মাঠে। এসময় পরিত্যক্ত অবস্থায় ৭ বোতল ভারতীয় মদ, ২১টি ভিবেল সাবান, ৬টি নাম্বার ওয়ান সাবান এবং ১২৮টি ক্লিনিক প্লাস শ্যা¤পু উদ্ধার করেন।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ