দামুড়হুদা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা ডায়াবেটিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভাশেষে ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক পদে ফজলুর রহমান নির্বাচিত হয়েছেন।
গত শনিবার বেলা ১২টায় দামুড়হুদা উপজেলার অডিটোরিয়াম হলরুমে ডায়াবেটিক সমিতির সাধারণসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সতিতির সভাপতি মাহফুজুর রহমান মঞ্জু। সভায় শোক প্রস্তাব, বার্ষিক আয়-ব্যয়, বাজেট উপস্থাপন করেন সমিতির সাধারণ সম্পাদক ফজলুর রহমান। এরপর গঠনতন্ত্র বিষয়ে আলোচনা শেষে উপস্থিত সদস্যগণ সর্বসম্মতিক্রমে অনুমোদন দেন।
সভার ২য়পর্বে দামুড়হুদা ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও সমিতি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার কামাল উদ্দিন উপস্থিত সকলের উদ্দেশে নির্বাচিতদের নাম ঘোষণা করেন। এরা হলেন- সহসভাপতি একরামুল হক বিল্টু ও হাজি মো. শহিদুল ইসলাম, যুগ্মসম্পাদক এখলাছ উদ্দিন সুজন ও রফিকুল হাসান তনু, কোষাধ্যক্ষ সোহেল আকরাম, যুগ্ম-কোষাধ্যক্ষ আব্দুল কাদির, সদস্য জহুরুল ইসলাম, হাজি মো. আবুল কাশেম, হাজি মো. আমজাদ হোসেন ও হাজি মো. মজিবর রহমান।