দামুড়হুদা প্রতিনিধি: নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে ও পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহারে যৌথ অভিযান চালিয়েছে দামুড়হুদা উপজেলা প্রশাসন ও পার্ট অধিদফতর। এ সময় দামুড়হুদা বাজারের দুটি ব্যবসা প্রতিষ্ঠানে পণ্যে নিষিদ্ধ পলিথিন ব্যবহার করায় জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে দামুড়হুদা বাসস্ট্যান্ড বাজারসহ বিভিন্ন বাজারে অভিযান চালানো হয়। এ সময় দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল বুধবার দুপুরে দামুড়হুদা উপজেলা প্রশাসন ও পাট অধিদফতর নিষিদ্ধ পলিথিন ব্যবহার বন্ধে ও পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিত করতে অভিযান চালিয়েছে। অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান। এ সময় পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইনে দোষী সাব্যস্ত করে দামুড়হুদা বাসস্ট্যান্ড বাজারের সততা স্টোরের মালিক মোস্তফা কামালকে ২ হাজার টাকা ও থানা মোড় বাজারের মেসার্স এ.বি ট্রেডার্সের মালিক শফিকুল ইসলাম ময়নাকে ৪ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। ভ্রাম্যমাণ আদালতে সহায়তা করেন চুয়াডাঙ্গা জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. হারুন অর রশিদ, দামুড়হুদা উপজেলা পাট উন্নয়ন উপ-সহকারী কর্মকর্তা রিয়াজুল ইসলাম, দামুড়হুদা মডেল থানা পুলিশের এসআই নবাব আলী ও এএসআই মিজানুর রহমান প্রমুখ। ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এইচ তাসফিকুর রহমান বলেন, সরকারিভাবে পলিথিন নিষিদ্ধ করা হয়েছে। তারপরও কিছু অসাধু ব্যবসায়ী নিষিদ্ধ পলিথিন ব্যবহার করছে। নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে বাজার মনিটরিং করে ব্যবসায়ীদেরকে সচেতন করা হয়েছে। এ সময় দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য, গত ৬ জানুয়ারি দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার ১ম পাতায় নিষিদ্ধ পলিথিনে ছেয়ে গেছে দামুড়হুদাসহ বিভিন্ন বাজার: নজর নেই সংশ্লিষ্টদের, নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য; শিরোনামে বস্তু নিষ্ঠ সংবাদ প্রকাশ হয়। এর পরেই নড়েচড়ে বসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.