কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫টি ব্যবসাপ্রতিষ্ঠানে ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাগেছে, গতকাল মঙ্গলবার বেলা ৩ টার দিকে কার্পাসডাঙ্গা বাজারে দ-বিধি ১৮৬০ এর ১৮৮, ২৯০ ও ২৬১ ধারায় ৩টি ব্যবসাপ্রতিষ্ঠানে ৩ হাজার টাকা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ আইনে ১টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার ও এছাড়া পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইনে ১টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সর্বমোট ৫ মামলায় ৫ ব্যবসাপ্রতিষ্ঠানে ৩১ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ। ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতায় ছিলেন কার্পাসডাঙ্গা ফাঁড়ির এএসআই জাহিদুল ইসলাম ও পুলিশ সদস্যরা।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ