ভ্রাম্যমাণ আদালতের কারণে ভেস্তে গেলো জাপান টোব্যাকো কোম্পানির কর্মকাণ্ড

 

মেহেরপুর অফিস: সু-সজ্জিত গেট, বাহারি নাস্তা, রকমারি শুভেচ্ছা উপহার, সাথে ভুড়িভোজের আয়োজন প্রায় সম্পন্ন। ততক্ষণে ভ্রাম্যমাণ আদালতের একটি দল সেখানে পৌঁছে গেলে সবকিছুই ভেস্তে যায়। ঘটনাস্থলে ছিলো মেহেরপুর পৌর ঈদগা গেটের ঠিক পাশেই কুটুমবাড়ি রেস্টুরেন্টে। সরকারি আইন অমান্য করে বুধবার দুপুরে জাপান টোব্যাকো কোম্পানির নতুন সিগারেটের লঞ্চ ইভেন্টে প্রচার ও বিজ্ঞাপনের জন্য মেহেরপুর জেলার সিগারেট ক্রয়কারী রিটেইলারদের আমন্ত্রণ জানিয়ে মেহেরপুর, কুটুমবাড়ি রেস্টুরেন্টকে সাজিয়ে সকলকে হাজির করেন। অনুষ্ঠান পরিচালনার কাজ শুরু করে। এ সময় সংবাদ পেয়ে ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার ও নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহেল বাকীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত হাজির হন। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহেল বাকীর গাড়িটি কুটুমবাড়ির সামনে দাঁড়াতে না দাঁড়াতেই মুহূর্তের মধ্যে আয়োজক জাপান টোবাকোর কর্মকর্তারা ও সিগারেট ব্যবসায়ীরা যে যার মতো দৌড়ে মুহূর্তের মধ্যে পালিয়ে যায়। এ সময় সেখানে  বাবুর্চি এবং হোটেল মালিকসহ কয়েকজনের উপস্থিতি দেখা যায়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহেল বাকী হোটেল মালিককে জিজ্ঞাসা করলে তিনি জানান, এখানে পিকনিকের আয়োজন চলছিলো। তবে কি কারণে সবাই দৌঁড়ে পালিয়ে গেল সে ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি কোন উত্তর দেননি।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More