ভোট দেয়া এখন আর শুধু অধিকার নয় : একটা দায়িত্বও

চুয়াডাঙ্গা-মেহেরপুর ও ঝিনাইদহসহ সারাদেশে জাতীয় ভোটার দিবস পালন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা-মেহেরপুর ও ঝিনাইদহসহ সারাদেশে জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে। ‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’ এই প্রতিপাদ্যে গতকাল রোববার ৭ম জাতীয় ভোটার দিবস-২০২৫ পালিত হয়। এ উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনাসভায় বক্তারা বলেন, বাংলাদেশ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। যদি এ স্বপ্ন বাস্তবায়ন না হয় তাহলে যারা আহত ও শহীদ হলো তাদের সঙ্গে বেইমানি করা হবে। ভোট কেন্দ্রে ভোট দেয়া এখন আর শুধু অধিকার নয়, এটা একটা দায়িত্বও। আমাদের ওপরে মানুষের প্রত্যাশা অনেক বেশি। অন্য কোনো ইসির ওপর এতো প্রত্যাশ ছিলো না।
চুয়াডাঙ্গায় সপ্তমবারের মতো জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার বেলা সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের কোর্ট মোড় ঘুরে একইস্থানে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জেলা নির্বাচন কর্মকর্তা আহমেদ আলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড. মুন্সি আবু সাইফ, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ ও সিনিয়র সাংবাদিক মানিক আকবর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা রাহুল রায়।
স্বাগত বক্তব্যে জেলা নির্বাচন কর্মকর্তা আহমেদ আলী বলেন, জেলাই দুটি সংসদীয় আসন রয়েছে। এখানে মোট ভোটার রয়েছে ৯ লাখ ৭৪ হাজার ৫৭২ জন। এবার নতুন ভোটার তালিকায় জেলার ৪ উপজেলায় ৪৮ হাজার নতুন ভোটার অন্তর্ভুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ভোটার হচ্ছে তার সাংবিধানিক অধিকার। বর্তমানে জীবননগর উপজেলায় ছবি তোলার কার্যক্রম শেষ হয়েছে। চুয়াডাঙ্গা সদর ও দামুড়হুদা উপজেলায় ছবি তোলার কার্যক্রম চলমান রয়েছে। শিগগিরই আলমডাঙ্গা উপজেলায় ছবি তোলার কার্যক্রম শুরু হবে। তবে, এখনও যারা ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারেনি; তারা দ্রুত যোগাযোগ করে নাম অন্তর্ভুক্ত করতে পারবেন।
সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক জহিরুল ইসলাম বলেন, ভোটার না হলে এর গুরুত্ব বুঝবে না। ব্যাংক ও চাকরির ক্ষেত্রে এনআইডি লাগে। জন্মনিবন্ধন আছে কিন্তু এনআইডি নেই তার মানে আপনি দায়িত্বহীন। নিজের, সন্তান ও আত্মীয়-স্বজনরা যেন ভোটার হয়ে যান। তা না হলে এনআইডি পাবেন না। পাঁচ ধাপে এসে চেক করে সম্পন্ন হয়। সাংবিধানিক অধিকার ভোটার হতে হবে। সবাই সচেতনভাবে এ কাজগুলো করবো। সময় গেলে সম্ভব হবে না। প্রচারণা চালাবেন। এবারের নতুন ভোটারের লক্ষ্যমাত্রা ছিলো ৪৮ হাজার ৭০৪ জন। এ পর্যন্ত ৪৬ হাজার ৪৭ জনের নাম পাওয়া গেছে। জাতীয় পরিচয়পত্র খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করে নেয়ার আহ্বান জানান।
দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদায় জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের যৌথ আয়োজনে দিবসটি উদযাপন করা হয়। এ উপলক্ষে র‌্যালি শেষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মমতাজ মহলের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা নুর উল্লাহ, উপজেলা সমবায় কর্মকর্তা হারুন অর রশিদ, মহিলা বিষয়ক কর্মকতা হোসনে জাহান, বীর মুক্তিযোদ্ধা চাঁদ আলী, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার সেলিম রেজা, উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা ইমরান খান, ডাটা এন্ট্রি অপারেটর মারুফ বিল্লাহ প্রমুখ।
মেহেরপুর অফিস জানিয়েছে, জাতীয় ভোটার দিবস উপলক্ষে মেহেরপুরে আলোচনাসভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। দিবসটি পালনে গতকাল রোববার সকাল ১০টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা নির্বাচন অফিসার মো. ওয়ালিল্লাহ। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিস আয়োজিত আলোচনাসভায় উপজেলা নির্বাচন কর্মকর্তা দোলন কান্তি চক্রবর্তীর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদার প্রমুখ। আলোচনা সভার আগে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলামের নেতৃত্বে একটি র‌্যালি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। জেলা প্রশাসক সিফাত মেহনাজ পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন। জেলা নির্বাচন অফিসার মো. ওয়ালিউল্লাহ স্বাগত বক্তব্য সকলের সহযোগিতা কামনা করেন বলেন, সারা বাংলাদেশে মোট ভোটার পরিসংখ্যা তুলে ধরেন ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৫৪ জন, পুরুষ ভোটার ৬ কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৬১৫জন, নারী ভোটার ৬ কোটি ৩ লাখ ৬৯ হাজার ৬৬৫ জন। মেহেরপুর জেলায় মোট ভোটার ৬ লাখ ১৩শ ১০জন, পুরুষ ৩ লাখ ২৮ হাজার ২৫ জন, নারী ২ লাখ ৯৮ হাজার ৪৮৩ জন।
গাংনী প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুরের গাংনীতে জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাচন অফিসার নাহিদ ইসলাম। বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম সোনা, গাংনী প্রেসক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোত্তালিব আলী, ডিজেএমসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, আঠারো বছর বয়স হলেই একজন নাগরিক ভোটার হওয়ার সুযোগ পেয়ে থাকে। ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে। অনলাইনে যাচাই বাছাই করে একটি সুষ্ঠু ভোটার তালিকা তৈরি করে আগামীতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More